User:Arjit Chowdhury

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Arjit Chowdhury Freelance Photographer Bangladesh arjitboss@gmail.com


শুরুর দিকে ক্যামেরা ছিল না, মোবাইল এ ছবি তুলতাম, আস্তে আস্তে আমার অর্ধাঙ্গিনী শাপলা’র কাছ থেকে উপহার পাওয়া ডি.এস.এল.আর ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করি। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া অ্যাকাডেমি থেকে ফটোগ্রাফিতে বেসিক কোর্স করি, এর পর থেকে পুরাদমে ছবি তোলা শুরু করি। মুলত পেশাই আমি একজন চাকুরীজীবী, সামিট এলাইয়েন্স পোর্ট লিমিটেড এ ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আছি, তাই ওইভাবে সময় করে ছবি তোলা হয়ে উঠেনা। তারপর ও ছুটির দিনগুলা মিস করি না, ছুটি পাইলে ক্যামেরা নিয়ে বের হয়ে পরি। ল্যান্ডস্কেপ ও ষ্ট্রীট ফটোগ্রাফিতে আমার ঝোঁকটা বেশি, সাথে অন্য সবধরনের ছবি তোলার চেষ্টা করি। ডেইলি স্টার এর ফটোগ্রাফি প্রতিযোগিতাই একটা অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে আমার ছবি তোলার ঝোঁকটা মাথার মধ্যে আরও ভালো ভাবে চেপে বসলো। সেই থেকে শুরু, সদস্য হলাম চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির, ওখানের ৩ টা এক্সিবিশান এ অংশগ্রহন করি, ঢাকার দৃক গ্যালারীতে ৪ বার এক্সিবিশান এ অংশগ্রহন করি, দৃক গ্যালারীতে এক্সিবিশান এ করাটা আমার জীবনের একটা স্বপ্ন ছিলো বটে। এরপর কুমিল্লা, টাঙ্গাইল-এ ও এক্সিবিশান এ অংশগ্রহন করি, দেশের বাইরে ভারতের আসাম রাজ্যের দেব্রুগর ইউনিভার্সিটি তে একটা এক্সিবিশান এ অংশগ্রহন করার সুযোগ হয়। কিছু দিন আগে কাউন্টার ফটো থেকে এডভান্স কোর্সটা শেষ করি, মাঝে মাঝে সময় সুযোগ পেলে ফটোগ্রাফির উপরে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহন করি, আমার ফটোগ্রাফির গুরুজনরা ও সবসময় আমাকে অনেক সাহায্য করে, হয়তো উনাদের সহযোগিতা না পেলে এতো দূর আস্তে পারতাম না, সবথেকে বড় সহযোগিতা পাই আমার স্ত্রীর কাছ থেকে, এটা স্বীকার করতেই হবে। ও একজন সংগীত শিল্পী হওয়াতে আমার ছবি তোলার বিষয়গুলা অনেক ভালো ভাবে বুঝতে পারে, এত কিছুর মাঝে ও ছবি তোলার অনুপ্রেরনা পেয়ে থাকি। এভাবে সবার ভালোবাসা পেলে হয়তো সামনে আরো অনেক ভালো কাজ করতে পারবো।