Commons talk:Wiki Loves Monuments in Bangladesh

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
@Aishik Rehman: এবার বাংলাদেশ অংশ নিচ্ছে না এতে। [1] --আফতাবুজ্জামান (talk) 16:47, 10 July 2021 (UTC)[reply]

পাতা অপসারণ! অস্পষ্ট সিদ্ধান্ত স্পষ্ট করুন

[edit]

@NahidSultan: পাতাটি আপনি মুছে দিয়েছেন তা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আপনি যে কারণ দেখিয়েছেন তা গুরুতর অস্পষ্ট! আপনি সারাংশে বলেছেন বাংলাদেশ অংশ নিচ্ছে না! কিন্তু এটা কিসের ভিত্তিতে বলা হল? পাতা তৈরির সময় আমি আপনাদের এরকম কোন প্রজ্ঞাপন দেখিনি, দেখার প্রয়োজনও ছিল না। কিন্তু তৈরির পর আপনাদের নোটিশ প্রথম আমার নজরে আনে আফতাব ভাই। তিনিই প্রথম আমাকে বলেন যে বাংলাদেশ অংশ নিচ্ছে না! এরপর আমি এটা নিয়ে ঘাঁটাঘাটির কোন প্রয়োজন মনে করিনি, কোনরকম ওজর ছাড়াই কাজ স্থগিত করে দিই। তবে সম্প্রতি আন্তর্জাতিক দল বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন আমার সঙ্গে। এরপর বিষয়টা আমি যাচাই করার প্রয়োজন মনে করি। কিন্তু আমার যাচাইয়ে ফল আসে উইকিমিডিয়া বাংলাদেশ অংশ নিচ্ছে না! তাহলে আমার তৈরি পাতাটি কেন কোনপ্রকার আলোচনা ছাড়াই মুছে ফেলা হল? আমি তো উইকিমিডিয়া বাংলাদেশ-এর কোন কর্মচারী/সদস্য/প্রতিনিধি/দায়িত্বরত হিসেবে পাতা তৈরি করিনি! আমি বাংলাদেশ-এর আয়োজক হিসেবে পাতা তৈরি করেছিলাম। এবার আমাকে বলুন উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশ একই কি-না? উইকিমিডিয়া বাংলাদেশ অংশ নিক বা না নিক বাংলাদেশ তাতে অংশ নিতে পারে কি-না? উইকি লাভস মনুমেন্টে অংশ নেওয়ার জন্য অ্যাফিলিয়েট হওয়াটা বাধ্যতামূলক কি-না? উইকিমিডিয়া বাংলাদেশ যদি মনুমেন্টের আয়োজন না করেন তবে বাংলাদেশ থেকে কোন একক ব্যক্তি আয়োজন করতে পারবেন না এরকম কোনো নির্দেশনা আছে কিনা? এসব বিষয়ে আমার ধারণা অস্পষ্ট। অনুগ্রহ স্পষ্ট করুন। এবং @ZI Jony: আপনি অংশগ্রহণকারী দেশসমূহের তালিকা থেকে বাংলাদেশের নামটি সরিয়ে দিয়েছেন। আপনার বিষয়টিও আমার কাছে অস্পষ্ট হয়ে আছে। আপনার মন্তব্যও আমি আগ্রহভরে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। Aishik Rehman (talk) 09:31, 27 August 2021 (UTC)[reply]

@Aishik Rehman: , উইকি লাভস মনুমেন্টস ও উইকি লাভস আর্থ আয়োজন স্থানীয় উইকিমিডিয়ার অধ্যায়সমূহ অথবা উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে করা/করতে হয়। উইকিমিডিয়া বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাই এখন থেকে এই দুইটি প্রতিযোগিতা বাংলাদেশে আয়োজন করা হবে না। যেমন, এখানে বলা আছে: আপনার দেশে একটি উইকি প্রেমের স্মৃতিস্তম্ভ সংগঠিত করার জন্য আপনার স্থানীয় উইকিমিডিয়া অধ্যায়ের সদস্য হওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি আপনার এলাকায় একটি অধ্যায় থাকে, তাহলে দয়া করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করুন এবং তাদের সহায়তা নিন! অন্যদিকে, যদি আপনি আপনার স্থানীয় উইকিমিডিয়া অধ্যায়ের সদস্য হন, তাহলে দয়া করে কমিউনিটিকে প্রকল্পে যতটা সম্ভব সম্পৃক্ত করতে ভুলবেন না - স্মৃতিস্তম্ভের তালিকাগুলি সম্পূর্ণ করতে, সম্ভাব্য ভুলগুলি সংশোধন করতে আপনার অবশ্যই তাদের সাহায্যের প্রয়োজন হবে এবং প্রস্তুতির আরো অনেক দিক। Regards, ZI Jony (Talk) 13:22, 27 August 2021 (UTC)[reply]
@ZI Jony আমার প্রশ্নগুলোর উত্তর আমি পাইনি। প্রতিযোগিতা হোক বা না হোক তা নিয়ে আমার মাথাব্যাথা নেই। কিন্তু আন্তর্জাতিক দলই আমাকে বিষয়টি আলোচনায় আনতে অনুরোধ করেছে। কথা হচ্ছে আপনি যে কবিতা আবৃত্তি করলেন সেগুলো খুবই লঘু বিষয়, বাধ্যতামূলক কিছু না। কিন্তু আমাকে না বলে কয়ে সরিয়ে দিলেন কোন বুদ্ধিতে? অংশগ্রহণকারী দেশের তালিকা দেখে আমাকে বলেন এখানে অ্যাফিলিয়েট কয়টা? Aishik Rehman (talk) 14:15, 27 August 2021 (UTC)[reply]
@ZI Jony আর এটাও বলুন আপনাদের এই সিদ্ধান্ত অনুযায়ী উইকিমিডিয়া বাংলাদেশ কি এইরকম অধিকার রাখে কিনা যে অন্য কাউকে আয়োজন করতে দেওয়া হবে না, তার তৈরি পাতা মুছে ফেলা হবে? আপনারা কর্তৃপক্ষ না অ্যাফিলিয়েট আমি ঠিক জানি না, বলে দিলে ভাল হয়। যাইহোক প্রতিযোগিতার আয়োজন এমনিতেও আর হচ্ছে না। Aishik Rehman (talk) 14:20, 27 August 2021 (UTC)[reply]
@Aishik Rehman: হ্যাঁ, নিয়মাবলীতে স্থানীয় অধ্যায় আয়োজন না করলে অন্য কেউ যে আয়োজন করতে পারবে না, তা বলা নেই। আপনি যদি ইচ্ছুক থাকেন, আপনি আয়োজন করতে পারেন। তবে আয়োজনের আগে কিছু বিষয় পরিষ্কার ও নিশ্চিত হয়ে নিন। তাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না।
১. নিয়মাবলীতে বলা আছে যে স্থানীয় অধ্যায়ের সাহায্য নিতে। স্থানীয় অধ্যায় উইকিমিডিয়া বাংলাদেশ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা এবার অংশ দিতে পারবে না। আন্তর্জাতিক দলকে জিজ্ঞেস করুন, আমার এলাকায় স্থানীয় অধ্যায় আছে ও তারা এবার আয়োজন করবে না জানিয়েছে, এমতাবস্থায় স্থানীয় অধ্যায় ছাড়াই আমার আয়োজন করা উচিত হবে কিনা?
২. নিশ্চিত করুন আপনি স্থানীয় পুরস্কারের ব্যবস্থা করতে পেরেছেন, আপনি প্রতিযোগিতার পর স্থানীয় জয়ীদের পুরস্কার দিতে পারবেন।
৩. আপনি যে এই প্রতিযোগিতা আয়োজক করতে ইচ্ছুক ও করতে যাচ্ছেন, তা অগ্রিম উইকিমিডিয়া বাংলাদেশকে জানিয়েছেন। আমাদের এটা মনে রাখতে হবে, যারা উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য, তারা আমাদের মতই স্বেচ্ছাসেবক, উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে কাজ করার জন্য আমাদের মতই তারা কেউ একটা পয়সাও পান না। এখন আমরা যদি তাদের না জানিয়ে পাশ কাটিয়ে আয়োজন করি, তবে তাদের খারাপ লাগবে। আমি জানি আমার লাগবে। ধরুন, আপনি স্বেচ্ছাসেবায় একটা জিনিস ৫ বছর ধরে আয়োজন করলেন, এক বছর সিদ্ধান্ত নিলেন আয়োজন করবে না, কিন্তু তখন আরেকজন আপনাকে না জানিয়ে, জিজ্ঞেস না করে, আপনার সিদ্ধান্ত উপেক্ষা করে আয়োজন করল। আপনি হয়ত তাকে আটকাতে পারবেন না, তবে তার কাজটি নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। --আফতাবুজ্জামান (talk) 14:44, 27 August 2021 (UTC)[reply]
@আফতাবুজ্জামান আমার আয়োজন করার আহামরি কিছু ইচ্ছা নাই। তবে আপনার ১ম প্রশ্নের উত্তর অলরেডি তারা (আন্তর্জাতিক দল) আগ বাড়িয়েই আমাকে দিয়েছে, তাই আমি আলোচনা শুরু করেছি। বার্তাটি ছিল এরকম- Hmm, so from the international team's perspective as long as someone can organize it doesn't need to be the same organizers everytime. There can be new people and individuals can organize. (গোপনীয়তার স্বার্থে সম্পূর্ণ বার্তা প্রকাশ করা সম্ভব না।) নচেৎ এতে আমার কিচ্ছুটি যায় আসে না। পাতা রিমুভ করছে তো অনেক দিন হল, এতদিন কিছু বলার প্রয়োজনই মনে করিনি। যাইহোক আমার বোধহয় আর কিছু বলার নেই। আমি কেবল তাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর পেতে চাই বিষয়টা স্পষ্টভাবে বুঝার জন্য। বিষয়টি মাথায় গেঁথে নিলাম। Aishik Rehman (talk) 14:51, 27 August 2021 (UTC)[reply]
@Aishik Rehman: আচ্ছা, আমিই উত্তর দিচ্ছি:
এবার আমাকে বলুন উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশ একই কি-না? -- না
উইকিমিডিয়া বাংলাদেশ অংশ নিক বা না নিক বাংলাদেশ তাতে অংশ নিতে পারে কি-না? --পারবে, কোন নিয়মাবলী বাধা দিচ্ছে না
উইকি লাভস মনুমেন্টে অংশ নেওয়ার জন্য অ্যাফিলিয়েট হওয়াটা বাধ্যতামূলক কি-না? -- না
উইকিমিডিয়া বাংলাদেশ যদি মনুমেন্টের আয়োজন না করেন তবে বাংলাদেশ থেকে কোন একক ব্যক্তি আয়োজন করতে পারবেন না এরকম কোনো নির্দেশনা আছে কিনা? না, তবে উপরে আমার বলা ২ ও ৩ নং পয়েন্ট পালন করা উচিত।
--আফতাবুজ্জামান (talk) 14:59, 27 August 2021 (UTC)[reply]
@আফতাবুজ্জামান বাহ্! ভালো। তাহলে আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি আয়োজন করছি না। ধন্যবাদ, বিষয়গুলো পরিষ্কার করার জন্য!!!!!!!!!!! আশা করি ফাউন্ডেশন তার সিদ্ধান্ত ভবিষ্যতেও অটুট রাখবে। Aishik Rehman (talk) 15:03, 27 August 2021 (UTC)[reply]
@আফতাবুজ্জামান: ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য। @Aishik Rehman: ভাই, আমি গত কয়েক বছর যাবৎ পাতা তৈরি এবং অন্যান্য কাজ গুলো করে আসছি এই বছরের উইকি লাভস আর্থ পাতা তৈরি করার পরে জানতে পারলাম উইকিমিডিয়া বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, তাই আমার তৈরি করা পাতা গুলো অপসারণ করা হয়েছিল (এখানে দেখতে পারেন)। আমি নিজে কোনো কর্তৃপক্ষ বা অ্যাফিলিয়েট না, আমি একজন স্বেচ্ছাসেবক এবং আমি কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্তকে সম্মান করি। Regards, ZI Jony (Talk) 12:41, 28 August 2021 (UTC)[reply]
@Aishik Rehman: আপনার কথা থেকে বুঝা যাচ্ছে আপনি কীভাবে আয়োজন করতে হয় সে বিষয় না জেনেই পাতাগুলো তৈরি করেছিলেন, সেটা সমস্যা না। আগ্রহী হয়ে যেকোন কিছু করাটা ভালো এবং আমি কমপক্ষে উৎসাহিতই করি। কিন্তু আপনি এখানেই আবার বুঝানোর চেষ্টা করছেন যে অ্যাফিলিয়েট আর দেশ যেহেতু এক নয় তাই আমার পাতা অপসারণের অধিকার নেই। কথা ঠিক। কিন্তু সমস্যা হলো, আপনি অ্যাফিলিয়েটের সাথে আলোচনা না করে অ্যাফিলিয়েটের নাম ব্যবহার করে পাতাটি তৈরি করেছিলেন। অপসারিত পাতাগুলোে এমনভাবে তৈরি করেছিলেন যে, দেখে মনে হবে উইকিমিডিয়া বাংলাদেশই আয়োজক, যা আসলো অ্যাফিলিয়েটর সাথে আলোচনা না করে করা যায় না। মূলত সে জন্যই পাতাটি অপসারণ করা। আপনি ব্যক্তিগতভাবে আয়োজন করলে এবং পাতাটি যদি তেমন ইম্প্রেশন দিতো সেক্ষেত্রে কোন মতেই পাতা অপসারণ করা হতো না। কিন্তু, আমি ওই যে বললাম, আপনি বিষয়টি সহজভাবেই করেছিলেনে চিন্তা না করে সুতরাং আমিও সহজভাবে নিয়েই পাতাটি অপসারণ করেছিলাম। অপসারণের পর আমার আপনাকে জানানো উচিত ছিলো সেটা আমার ভুল হয়েছে। তখন এটা মনে করেছিলাম যে, আপনি বিষয়টি হয়ত বুঝতে পারবেন। মোটকথা, আপনি ব্যক্তিগতভাবে যে কোন কিছু ইচ্ছে করতে পারেন কিন্তু যখন অন্য কোন সংস্থার নাম ব্যবহার করবেন বা আয়োজক হিসেবে তাদের নাম লিখবেন তখন তারা আসলেই আয়োজন করতে চায় কিনা বা তাদের কি পরিকল্পনা সেটি জেনে নেওয়া ও অনুমতি নিলেই কোন সমস্যা হবে না। ধন্যবাদ।~ Nahid Talk 18:46, 31 August 2021 (UTC)[reply]
@NahidSultan: আমি না জেনে পাতা তৈরি করেছি এটা সম্ভবত আপনার ভুল ধারণা! এমন ধারণার কারণ হতে পারে আপনি হয়তো আমাকে উইকিযজ্ঞে চিনেনই না! অ্যাফিলিয়েটের নাম ব্যবহার করে পাতাটি তৈরি করা আসলে কোন উদ্দেশ্য ছিল না! গতবারের পাতা থেকে তথ্যগুলো কপি করায় এগুলো অক্ষুণ্ণ ছিল! পাতাটিতে তখনও কাজ চলছিল কিন্তু, যদিও এর জন্য কোন ট্যাগ লাগিয়েছিলাম কি-না মনে পড়ছে না। তাহলে মূল বিষয়টা ধরতে পারলাম কিছুটা। Aishik Rehman (talk) 18:56, 31 August 2021 (UTC)[reply]
@NahidSultan: পুনঃনিরীক্ষণের জন্য পাতাটি ফিরিয়ে আনার অনুরোধ করছি। আর আপনি যে বললেন উইকিমিডিয়া বাংলাদেশের নাম উল্লেখ থাকায় পাতাটা মুছে ফেলা হয়েছে, কিন্তু জনি কেন তাহলে অংশগ্রহণকারী সম্প্রদায়ের তালিকা থেকে নাম মুছে দিয়েছে? সেখানে তো অ্যাফিলিয়েটের নাম ছিল না! অ্যাফিলিয়েটের নাম ফেরি করা যদি আমার অভিপ্রায় হত তাহলে সেখানেও সেটি করতাম আমি। Aishik Rehman (talk) 19:10, 31 August 2021 (UTC)[reply]
@Aishik Rehman: , আপনি যদি ব্যক্তিগত ভাবে আয়োজন করতে চান তাহলে আমি আমার এই সম্পাদনা বাতিল করে দিতে পারি। আপনি কি ব্যক্তিগত ভাবে আয়োজন করতে চান? Regards, ZI Jony (Talk) 22:20, 31 August 2021 (UTC)[reply]

অনুবাদের জন্য চিহ্নিতকরণ

[edit]

@NahidSultan, এই পাতাটি অনুবাদের জন্য চিহ্নিত করে দেন।

Commons:Wiki Loves Monuments in Bangladesh/Header পাতাটিও। আফতাবুজ্জামান (talk) 20:35, 8 August 2022 (UTC)[reply]

করেছি। ধন্যবাদ। ~ Nahid Talk 15:07, 10 August 2022 (UTC)[reply]